BASF-IWA এর সাবান বিতরন !

BASF-IWA এর সাবান বিতরন !

BASF-IWA এর সাবান বিতরন !

বাংলাদেশ সহ সমগ্র বিশ্বে প্রান ঘাতি  করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে সব চেয়ে ক্ষতিগ্রস্থ হচ্ছেন সমাজের অতি দরিদ্র বা স্বল্প আয়ের মানুষ।

বাংলাদেশের উত্তরাঞ্চলে সিলেটের চা – শ্রমিক গন দারিদ্রতা ও অতি স্বল্প আয়ের  কারনে হাত ধোয়ার জন্য সাবান টুকু ও ক্রয় করতে পারেন না । তাই বাংলাদেশ এনার্কো-সিন্ডিক্যালিস্ট ফেডারেশন- বিএ এস এফ সীমিত সম্পদ ও সামর্থের ভিত্তিতে “সাবান বিতরন” কর্মসূচি গ্রহন করেছে।

BASF  বর্তমানে প্রায় ৫৬ টি স্থানীয় ছোট বড় সংঠনের মাধ্যমে ২৫০০ সদস্যকে সংগঠিত করেছে। তাঁদের মধ্য থেকে যারা অপেক্ষাকৃত বেশী দরিদ্র এমন ১৫০০ টি  শ্রমিক পরিবারকে ১টি করে  হাত ধোয়ার সাবান বিতরন করেছে।

২৩-২৮ মার্চ, ২০২০  বিশ্ব  স্বাস্থ্য সংস্থার নীতি অনুসরন করে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। অর্থাৎ ব্যাক্তিগত ভাবে একজন থেকে আরেক জনে – এই পদ্বতীতে সাবান বিতরন করা হয়েছে।

এই কর্মসূচীতে আর্থিক সহায়তা দিয়েছে- এ এস এফ।

আগামীতে আরো বৃহত্তর পরিসরে সেবামূলক কার্যক্রম গ্রহন ও বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

LONG LIVE –ANARCHO-SYNDICALISM !


Share Tweet Send
0 Comments
Loading...
You've successfully subscribed to Bangladesh ASF
Great! Next, complete checkout for full access to Bangladesh ASF
Welcome back! You've successfully signed in
Success! Your account is fully activated, you now have access to all content.